ফরিদপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৩ ২০২০, ২২:০৩

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের গজারিয়া গ্রামের এমদাদুল হক বাচ্চুর ছেলে ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সন্পাদক রিজু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

গতকাল (১২ আগস্ট) বুধবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন আহত রিজুর বাবা সাবেক প্যানেল মেয়র এবং ভাঙ্গা পৌর আওয়ামীলিগের সহ-সভাপতি এমদাদুল হক বাচ্চু।

আহত রিজুর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অাওয়ামীলীগ ভাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সন্পাদক আকরামুজ্জামান রাজা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল আহম্মেদ ফরিদ।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাবু বিপুল বোষ, সৈয়দ মাসুদ হোসেন, সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ, ঝর্ণা হাসান, চেয়ারম্যান জেলা পরিষদ, আই.ভি মাসুদ, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব প্রমুখ।