অস্ত্র-গুলি ও ইয়াবাসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২১ ২০২০, ১৭:৪৩

এবি হান্নান ভোলা জেলা: সদর উপজেলায় র‌্যাব-৮,ভোলা ক্যাম্পের একটি আভিযান পরিচালনা করে অস্ত্র-গুলি মাদকসহ ৩জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গত ২০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর থেকে র‍্যাব ৮ এর অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে।

আটককৃত তিন সন্ত্রাসী হলোঃ
(১) মোঃ রফিকুল ইসলাম(৫৫), পিতাঃ মৃত আজিজুল হক
এবং (২) মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫), পিতাঃ মৃত মোশাররফ হোসেন হাওলাদার,
(৩) মোঃ ভূট্টো সর্দার(৪৫), পিতাঃ মৃত আাব্দুর রব সর্দার।
এ সময় ঘটনারস্থলে আসামীদের কাছ থেকে বিভিন্ন আস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব ৮।

গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৫) এর নিকট থেকে একটি একনলা বন্দুক একটি ওয়ান শুটার গান তিন রাউন্ড কাতুর্জ এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব ৮।

গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫) এর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কাতুর্জ এবং১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব।

এই শীর্ষ সন্ত্রাসী আসামীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি,খুন,ধর্ষণ,গনধর্ষণসহ বিভিন্ন মামলা রয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ২০ (বিশ) টি মামলা রয়েছে।

২নং আসামী মোঃ হাবিবুর রহমান@ বাচ্চু হাওলাদার(৪৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে এবং ৩নং আসামী মোঃ ভূট্টো সর্দার(৪৫) এর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৩ (তের) টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসীদের কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

ভোলা র‍্যাব ৮ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ ঘটনার সত্যতা স্বীকার করে।

উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৩নং আসামী মোঃ ভূট্টো সর্দার(৪৫) এর নামে ওয়ারেন্ট জারি থাকায় তাকে ভোলা সদর থানায় ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়।