কঙ্গোয় বিদ্রোহী হামলায় ২২ বেসামরিক লোক নিহত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১৬ ২০১৯, ১৭:১৪
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির আঞ্চলিক রাজধানী বেনিতে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর আল জাজিরা’র
বেনির নাগরিক সমাজের প্রেসিডেন্ট নোয়েলা ক্যাটসনগারওয়াকি জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন নারী এবং বাকীরা কৃষক।
শুক্রবারও এডিএফের হামলা বেনিতে ছয় জন নিহত হন। এর আগে চলতি মাসের শুরুতে পৃথক দুটি হামলায় ২৬ জন নিহত হন।
স্থানীয় একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, অক্টোবরের পর থেকে এডিএফের হামলায় ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
কঙ্গোর পূর্বাঞ্চলে অন্তত ১শ’ ৬০টি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে এডিএফ বেশি সক্রিয়। গত ৩০ অক্টোবর থেকে সেনাবাহিনী এডিএফের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরপর থেকে গোষ্ঠীটির একের পর এক হামলা চালিয়ে আসছে যার বলি হচ্ছে বেসামরিক মানুষ।