পেঁয়াজ নিয়ে এত হৈচৈ করার কী আছে? : প্রধানমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৯ ২০১৯, ২০:২৩

বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে। কেন ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করছে বুঝতে পারছি না। পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে যাওয়ার কী আছে? আমার বাসায়ও পেয়াজ ছাড়া রান্না হয়।
মঙ্গলবার গণভবনে ন্যাম সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন আওয়ামী লীগই করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দারিদ্র্যের হার কমেছে। উন্নয়নের ছোঁয়া দেশের মানুষ পাচ্ছে। ৭৫ সালের ১৫ আগস্টের পর যে সম্মান হারিয়ে গিয়েছিল, দেশের মানুষ সেটা আবার ফিরে পেয়েছে।
সরকারের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।