বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সালমান বিন আব্দুল আজিজ আশা ব্যক্ত করে বলেন, ১৯৬৭ সালের মূল সীমানা নিয়ে এবং জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী করে স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় সৌদি আরব ফিলিস্তিনকে সবরকমের সমর্থন দিবে।
সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সবসময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি দেশটির সমর্থন পেয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস খাদেমুল হারামাইনিশ শারিফাইনকে কৃতজ্ঞতা জানান। সন্ত্রাসবাদ মোকাবেলায় সৌদি আরবের পদক্ষেপকে সমর্থন দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ কে কেন্দ্র করে এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্মানে সৌদি বাদশাহ একটি ভোজসভার আয়োজন করেন। এতে উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একুশে জার্নাল/ইএম/১৬-২৩