করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
মে ১৫ ২০২০, ১৫:৫৩

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে নঈমুল হক (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নঈমুল হক সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ির বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়া
এক পুলিশ সদস্য শুক্রবার দুপুরে মারা গেছেন।
এ পুলিশ সদস্য ছাড়াও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সলিল বিশ্বাস নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে মারা যান বলেও জানান ডা. আব্দুর রব।