সীমিত লকডাউনে থেকেও চলছে স্বাভাবিক জীবনযাত্রা
একুশে জার্নাল
মে ১২ ২০২০, ২২:৫৭

ছাব্বির হোসেন: এ যেন কোনো প্রকার লকডাউন বা করোনা ভীতি নেই। মানুষ চলছে তাদের নিজের মতো করে।
ঠিক বিকাল ৫ টা বেজে ৩০ মিনিট। মুগদা থানার মানিকনগর পুকুরপারে গেলে দেখা মেলে হারেক রকম মানুষের। যেখানে কেউ ব্যাবসায়ি কেউ বসে আছে ভ্যানে করে ডাব নিয়ে আবার কেউ বসেছে নানা প্রকার করোনা রক্ষা সামগ্রী নিয়ে। আবার কেউ বিক্রি করছে ইফতারি সামগ্রী।
সামাজিক দূরুত্ব মেনে ইফতারি সামগ্রী বিক্রি করার নির্দেশ থাকলেও যা মান্য করার কেউ নেই। যেন মানুষের জিবনের চেয়ে সময়ের মুল্য অনেক বেশি।
সামাজিক দুরুত্ব বজায় রেখে হোটেলে ইফতারি বিক্রির কথা থাকলেও নেই কোনো সামাজিক দুরুত্ব। কাহার আগে কে ইফতারি নেবে সেই কথা ভাবতে গিয়ে যেনো ভুলেই গেছে মহামারি করোনার কথা। অনেকেই ঘুরছেন মাস্ক না পরেই।
এভাবেই মানুষ চলছে তাদের নিজের মতো করে। নেই প্রসাশনের নজর।
এর আগে জানা যায়, মানিকনগর থেকে ২৫ জনের অধিক করোনায় আক্রান্ত এবং ১ জনের মৃত্যু হয়েছে।