শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের জরুরি অবতরণ
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০১৯, ১৫:৫৪
৬০ জন আরোহী নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানটি ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা করে।
জানা গেছে, বিমানটি সকাল ১০টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরে হাইড্রোলিকে সমস্যা দেখা দিলে বিমানটি ফিরে আসে। আরোহীরা নিরাপদে আছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।