আটকের ৫ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ নেতা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩১ ২০১৯, ১৫:৫৭
টানা ৫ মাস পর মুক্তি পেয়েছেন কাশ্মীরের ৫ নেতা। সোমবার শ্রীনগরের এমএলএ হোস্টেল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। গত ৫ আগস্ট মোদি সরকারের বিতর্কিত সিদ্ধান্তে রাজ্য ভাগের পর থেকে তাদের আটক রাখা হয়েছিল।
মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন দেশটির ন্যাশনাল কনফারেন্সের সাবেক এমপি ইসফাক জব্বার ও নবি বাট, পিডিপির প্রাক্তন এমপি জহুর মির ও ইয়াসির রেসি এবং সাবেক স্বতন্ত্র এমপি বসির মির। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর তারা আটক হয়েছিলেন। খবর জিনিউজের।
খবরে বলা হয়, আরও ৫০ নেতাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতিসহ জম্মু ও কাশ্মীরের ৩০ জনেরও বেশি নেতা এখনও বন্দি। তবে এদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ সময়ে তাদেরও মুক্তি দেয়া হবে।
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে কড়া সেনা প্রহরায় রয়েছে মুসলিম অধ্যুষিত ভারতের এ এলাকাটি।