‘কিশোর, তরুণদের প্রযুক্তির অপব্যবহারে বিভ্রান্ত করা হচ্ছে’
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩১ ২০১৯, ১৭:২৪
জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, জাকের পাটি আদর্শের সংগ্রাম করছে। ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়। সামাজিক, আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে। জনগণকে গড়ে তুলতে হবে।
জাকের পার্টি চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, কিশোর, তরুণদের প্রযুক্তির অপব্যবহারে বিভ্রান্ত করা হচ্ছে। বিপথগামী করা হচ্ছে। কিশোর গ্যাং হচ্ছে। দেশ বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।
মোস্তফা আমীর ফয়সল বলেন, অর্থ আর প্রাচুর্য দিয়ে কি হবে, যদি জীবনই না বাচে। মানুষ যদি অসভ্য হয়ে যায়, তাহলে আইন আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দিয়ে কতটুকু কি করা যাবে? আমাদের মাঝে মায়া, মমতা, ভালোবাসা নেই। মানবরূপী দানবে পরিণত হচ্ছে মানুষ। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।