ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতির পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ২২:০১

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বাংলাভিউ ডট নিউজ’র সম্পাদক ও প্রকাশক জুবেল আহমদ সেকেল এর পরিবারের পক্ষ থেকে কর্মহীন মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির দাশপাড়াস্থ নিজ গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি।
খাদ্য বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মলয় চক্রবর্তী, সাংবাদিক রনিক পাল ও সাংবাদিক ফজলু মিয়া।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল’র আমেরিকা প্রবাসী ভাই, বোন মামা সহ তাদের পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম দাশপাড়ার কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ময়দা, আধা কেজি হুইল পাউডার ও ১টি করে কামাল সাবান বিতরণ করা হয়।