যশোর জেলা বিএনপি’র উদ্যোগে চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পিপিই প্রদান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ১৭:৩৯

জেলা প্রতিনিধি, যশোর:

করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পিপিই দিয়েছে যশোর জেলা বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম যশোর প্রেস ক্লাব নেতৃবৃন্দের হাতে এ পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান প্রমুখ। এসময় ক্লাবের সহসভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সদস্য ফিরোজ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন ।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকবার চেষ্টা করেছে। বর্তমানে আমরা চরম সংকটময় সময় অতিক্রম করছি। এই সংকট কতদিন যাবে তা আমাদের ধারণা নেই। নতুন ধরনের একটা যুদ্ধের সামনে আমরা। এখানে এটা মোকাবেলা করার জন্য সবাই মিলে সমস্যাটা সমাধান করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা মনে করছি, এই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য ঝুঁকি নিয়ে প্রধান দায়িত্ব পালন করছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকরা । সাংবাদিকদের সর্বত্র ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সংবাদ সংগ্রহের জন্য। এ কারণে তারাও ঝুকির মধ্যে দায়িত্ব পালন করছেন। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পিপিইর সংকট আছে দেশে। আমরা মনে করেছি আমাদের সামর্থ্যরে মধ্যে আমরা কিছু সহযোগিতা করবো।

উল্লেখ্য, যশোর জেলা বিএনপি জেলা প্রশাসকের মাধ্যমে চিকিৎসকদের জন্য ১০০শত পিছ পিপিই, পুলিশ সুপারের কাছে পুলিশ সদস্যদের জন্য ১০০শত পিপিই এবং প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দের হাতে সাংবাদিকদের জন্য ৫০ পিস পিপিই প্রদান করেন।