মানিকগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৪ ২০২০, ০৯:১৭

মিলন মাহমুদ (মানিকগঞ্জ); করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে গতকাল(৩ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জনাব রেজাউল ইসলাম খান সজিবের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে দেশব্যাপী করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচী অব্যাহত আছে।তারই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জেলা ছাত্রদলের নেতৃত্বে এ ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে।
গতকাল মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া গ্রামের হতদরিদ্রদের বাড়িতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় দরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,তেল,লবন ও সাবান বিতরণ করা হয়।
উল্লেখ্য যে শুরু থেকেই জেলা ছাত্রদল করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। জীবাণুনাশক স্প্রে, মাস্ক, লিফলেট বিতরণ সহ জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে তারা।
এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব একুশে জার্নালকে বলেন-দেশের যে কোন বিপর্যয়ে অতিতে ছাত্রদল জনগনের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং করোনা পরিস্থিতি যাই হোক ছাত্রদলের সকল কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।