সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে বালাগঞ্জের কিশোরীর মৃত্যু
একুশে জার্নাল
মার্চ ৩১ ২০২০, ২৩:৫৪

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে (সদর হাসপাতাল) এর আইশোলেশন কর্নারে জ্বর, সর্দি ও কাশি নিয়ে বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
১৪ বছর বয়সী ওই কিশোরী মঙ্গলবার দুপুর ২ টার দিকে মৃত্যুবরণ করেছে বলে জানা যায়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তাকে বালাগঞ্জ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এই কিশোরীর স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সে স্বাভাবিকভাবেই মারা গেছে। দাফন-কাফনের জন্য তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হবে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, জীবিত অবস্থায় ওই কিশোরীর থ্রট সোয়াব সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।