উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন জাগ্রত যুব সংঘ বাহুবল’র নেতৃবৃন্দ
একুশে জার্নাল
আগস্ট ৩০ ২০১৮, ০১:১০
শাহ মুহাম্মাদ দুলাল আহমেদ: গতকাল বুধবার (২৯ আগস্ট)রাত আটটায় হবিগঞ্জের বাহুবল উপজেলার নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলেন ‘জাগ্রত যুব সংঘ বাহুবল’ এর নেতৃবৃন্দ।
জাগ্রত যুব সংঘ বাহুবল, কমিটির সভাপতি মামুন উর রশিদ, সহসভাপতি আব্দুল হান্নান এর নেতৃত্বে কমিটির সকল নেতাকর্মীর একটি দল উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ইউএনও জসিম উদ্দিন বলেন, নিঃশ্বার্থ সমাজ সেবা মূলক জাগ্রত যুব সংঘ করতে গিয়ে যাদের শ্রম,মেধা, পরামর্শ দিয়ে গঠিত করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরোও বলেন জাগ্রত যুব সংঘের যেকোন সমস্যা সমাধানে যথারীতি সাহায্য করে যাবো।, জাগ্রত যুব সংঘ সমাজের প্রতিটি সমস্যা সমাধানে এগিয়ে আসুক সেটা কামনা করি।
বাহুবল উপজেলার নির্বাহী অফিসার জসিম উদ্দিন জাগ্রত যুব সংঘের নেতৃবৃন্দ ও সদস্যদের উদ্দেশ্য করে বলেন,
আমাকে সমাজ নষ্ট কারিদের তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি সহজেই সমাজ থেকে মদ,গাজা,ইয়াবা, জোয়া,মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে পারবো। তাই সবার সহযোগিতায় একটি সুন্দর সমাজ গঠন করতে সহজ হবে।