‘যে গল্প মায়ের’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্যালোচনা
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৫:৪৬
এহসান বিন মুজাহির : তরুণ লেখক খলিলুর রহমান নাফে কর্তৃক লিখিত ‘যে গল্প মায়ের’ গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে গতকাল বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের দিল্লিী রেস্টুরেন্ট এর হল রুমে এক সাহিত্যালোচনা অনুষ্ঠিত হয়।
হাফিজ আতখানের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার নূরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।
অনুষ্ঠানে সাহিত্যালাচোনা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির ও সাহিত্য ম্যাগাজিন বিহানের সম্পাদক মুতিউল মুরসালিন। মাসিক ছন্দপাতার সম্পাদক কবি হাসান মাহমুদের সঞ্চালনায়অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার নূরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দিন ইউসূফ, মাওলানা আজফার খান, মাসিক ছন্দপাতার নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, হাসান আহমদ খান এবং আহমদ জুবায়ের জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল বারী খোবায়েব, হিফজুর রহমান, তাফাজ্জুল হক, আহমেদ ইমরান এবং নাহিব আহমদ।