দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫: ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ
একুশে জার্নাল
নভেম্বর ১২ ২০১৯, ০৮:৪৩
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দাবাগ রেলস্টেশনে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশিথা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। হতাহত হয়েছে বহু সংখ্যক লোক।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।