বাহুবলে মাদক, জুয়া ও ইভটিজিং নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১৬:০৮

শাহ মোহাম্মদ দুলাল ,বাহুবল (হবিগঞ্জ):

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক,জুয়া ইভটিজিং নিয়ন্ত্রণের জন্য ব্যাপক পরিসরে প্রচার অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় বাহুবলের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুলে উপরোক্ত বিষয়ে প্রচার অভিযান সম্পন্ন করা হয়ে।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে উক্ত স্কুলের কয়েকটি ক্লাসরুমে মাদক, জুয়া,ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার সহ উদ্বুদ্বকরণ অভিযান সম্পন্ন করা হয়েছে।

বর্তমান সরকার মাদক,জুয়া,ইভটিজিং এর চিরতরে ধ্বংস করার লক্ষে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবং তা বাস্তবায়নের লক্ষে সরকার নিরলস ভাবে সকল কর্মকাণ্ড বাস্তবায়নের দারপ্রান্তে এসে পৌছে গেছে।

উক্ত মাদক,জুয়া,ইভটিজিং উদ্বুদ্ধকরণ কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, বক্তব্য রাখেন ৩নং সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সৎ নিষ্টবান,ও বিনয়ী সাংবাদিক ছায়েদ আহমেদ,হামিদীয়া হলি চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মোঃমামুনুর রশিদ,মোঃআলমগীর হুসেন।

এসময় বক্তারা বলেন,মাদক,জুয়া,ইভিটিজিং ও বখাটেপনার বিরুদ্ধে সোচ্চার হোন এবং সামাজিক আন্দোলন গড়ে তুলুন।