আগামীকাল বৃহস্পতিবার হাটহাজারী যাচ্ছেন মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৪ ২০১৯, ১৫:২২

ইবনে সালেহ:: আগামীকাল ৫সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হাটহাজারী আসতেছেন ইসলামী অান্দোলন বাংলাদেশর সিনিয়র নায়েবে অামীর এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সিনিয়র নায়েবে সদর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই দাঃবাঃ।

জানাযায়, হাটহাজারীর প্রাণকেন্দ্রে অবস্থিত পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে (কলেজ ময়দান) বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত হালকায়ে জিকির ও বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার জানান, হাটহাজারীর মাহফিল মানে অন্যরকম এক শিহরণ৷ তিনি বলেন, আগামীকালের মাহফিল বাস্তবায়নের জন্যে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাটহাজারীস্থ চরমোনাই ভক্ত সহ সর্বস্তরের তৌহিদী জনতা এই মহফিল নিয়ে খুবই আনন্দিত এবং উৎফুল্ল।

জনাব, সিকদার সাহেব আরো জানান, মুফতি সাহেব হুজুরের আগমনে গোটা উত্তর চট্টগ্রামে কর্মী সমর্থকদের মধ্যে অন্যরকম এক শিহরণ এবং কর্মতৎপরতা বিরাজ করছে। তিনি বলেন, শায়েখ কলেজ মাঠের মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি শায়খের মোরশেদ (পীর) তবিবে উম্মাহ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব দাঃবাঃ এর সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হবেন। বাংলার প্রথম মুহাদ্দিস আল্লামা শাহ সাঈদ আহমদ রহঃ এর কবর জিয়ারত করবেন এবং এছাড়াও তিনি দারুল উলূমের শিক্ষক মহোদয়গণের সাথে সৌজন্যে সাক্ষাতের পাশাপাশি সময় সুযোগ হলে উত্তর চট্টলাধীণ বিভিন্ন মাদরাসায় সফরেরও পরিকল্পনা রয়েছে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, নাজিরহাট বড় মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা আশরাফ আলী নিজামপুরী, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মুহাম্মদ আলী, দারুস সুফ্ফার মাদরাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম, চারিয়া মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা আবু নাসের, বাথুয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবু জাফর ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কুমিল্লার সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী এবং বিশিষ্ট লেখক আলহাজ্ব শামসুদ্দোহা চৌধুরী প্রমূখ উল্লেখযোগ্য। এছাড়াও চট্টগ্রামের শীর্ষ ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, লেখক, গবেষক এবং সাংবাদিকগণ উপস্থিত থাকার কথা রয়েছে।