একান্ত বেদনায়
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৩ ২০১৯, ১৭:৩১
একান্ত বেদনায়
খোরশেদ আলম বিপ্লব
কাঁচের চুঁড়ির মত —
ভেঙে পড়ছে রোদ
ভেসে যাচ্ছে কবিতা সব
অনন্তের দিকে,
যেন ———
মিলিয়ে যাচ্ছে হাওয়ায়,
জানালার ভেজা কাষ্ঠে
কাঁচপোকাদের ভীড়ে,
ঝিঁঝির ডাকে মেলছে কিঞ্চিত
শেকড় , বাকড় যেন,
জাগবে আঙ্গুলের স্পর্শে
সন্ধি হবে —–
অনন্তকাল জেগে থাকার
কবির কবিতায় —
তবে কেন আমি গলে গলে
নিঃশ্বেস হয়ে যাই ?
শীত, তুষার, কুয়াশা ,
শিশির একই সুত্রে গাঁথা
কিংবা ——
একান্ত বেদনায় ,
———————–
কে,এ বিপ্লব।
একুশে জার্নাল।
ঢাকা, বাংলাদেশ।
৩, সেপ্টেম্বর ২০১৯.