জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৬ ২০১৯, ১০:১৫

রাঙ্গামাটি প্রতিনিধি :

২৫ আগস্ট ২০১৯ ইং রাঙ্গামাটি আওয়ামীলীগ অফিসের হল রুমে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চিংকিউ রোয়াজা,সাবেক চেয়ারম্যান, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদ ও সহ-সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন,সহ সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, জনাব হাজ্বী মোঃ কামাল উদ্দিন,সহ সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও জনাব নিখিল কুমার চাকমা,সহ সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।

এছাড়া আরো উপস্থিত জনাব জাহিদ আখতার জাহিদ সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ, রাঙ্গামাটি জেলা শাখা। জনাব শাখাওয়াত হোসেন রুবেল, সদস্য, রাঙ্গামাটি জেলা আওয়ামিলীগ, সভাপতি, রাঙ্গামাটি প্রেস ক্লাব ও জনাব আকবর হোসেন চৌধুরী, সভাপতি রাঙ্গামাটি জেলা যুবলীগ, মেয়র, রাঙ্গামাটি পৌরসভা।

বাংলাদেশ ছাত্রলীগ,রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব প্রকাশ চাকমা অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব চিংকিউ রোয়াজার বক্তব্যে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন বাংলাদেশের মহা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক চেতনা ও দর্শন অনুপ্রেরণার।আজীবন সজ্জায় ছিলেন স্বাধীকা রক্ষার আন্দোলনে।মাটি ও মানুষের ভালোবাসাকে স্থান দিয়েছেন সব কিছুর উর্ধ্বে। বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যা ইতিহাসের নিকৃষ্ট একটি ষড়যন্ত্র। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বঙ্গবন্ধুকে।জানাতে হবে দেশের মাটি ও মানুষকে চির মমতাই আগলে রাখা মুজিবের কথা।তিনি বক্তব্যে আরও তুলে ধরেন পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বিশ্বাস ঘাতকতার কথা। কিভাবে তারা জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু ও পরিবারের আত্মার মাগফেরাত কামনা না করে বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেছে।

অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল জব্বার সুজনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।