পানছড়িতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
একুশে জার্নাল
জুলাই ২৯ ২০১৮, ০৭:২৫
নিজস্ব প্রতিনিধি: (২৮জুলাই) শনিবার, মোদের রক্তে বাঁচুক প্রাণ, রক্তই হোক ভালোবাসার দান” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন (কেবিডিএ) পানছড়ি ইউনিট এর আয়োজনে পানছড়ি ডিগ্রী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই ২০১৮,শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা মোট শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করে।
পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক জনাব ত্রিরতন চাকমা’র রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে কর্মসূচি উদ্ভোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন কেবিডিএ এর জেলা শাখার সহ সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, সাঃ সম্পাদক আরিফুল ইসলাম মহিন, সদস্য মো দেলোয়ার হোসেন,মো হামিম।
আরো উপস্থিত ছিলেন কেবিডিএ পানছড়ি ইউনিটের এর যুগ্ন আহ্বায়ক লূৎফুর নাহার লুবনা, সদস্য সচিব নাজমুল হোসেন, সদস্য ফারুক, সবুজ, মাসুদ রানা,বশর,রাজ্জাক সহ প্রমুখ।