বাহুবলে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে ৯০ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ৩০ ২০১৮, ০৯:২৮

শাহ মোঃ দুলাল আহমেদ বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবলে ভ্রাম্যমান আদালতে অবৈধ মাটি পরিবহনের দায়ে টাক্টর চালকসহ
৬ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শুক্রবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন তাঁর অফিস কক্ষে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।

বাহুবল মডেল থানার এস,আই অমিত সাহার নেতৃত্বেএক দল পুলিশ অবৈধ মাটি বোঝাই টাক্টর সহ চালককেআটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। দন্ড প্রাপ্তরা হলেন চালক খেলু মিয়া ৫ হাজার, শেকুল মিয়া ৫ হাজার, আদালতে উপস্হিত টাক্টর মালিক জাহাঙ্গীর আলম ৩০ হাজার, জালাল মিয়া ২৫ হাজার, মাটির মালিক মাসুক মিয়া ১৫ হাজার, আব্দুল মতিন ১০ হাজার প্রদান করেন।অপরদিকে উপজেলার সুন্দ্রাটিকি বালুর মহালে অভিযান চালান ইউ,এন,ও মোঃ
জসীম উদ্দিন।এ সময় তিনি অবৈধভাবে উত্তোলন করা বালুর স্তুুপ জব্দ করে তাৎক্ষনিকভাবে নিলামে ৩৯ হাজার টাকা বিক্রি করা হয়। সুত্র জানায় এমপি ও দলের নাম ভাংগিয়ে একটি চক্র অবৈধভাবে পাহাড় কাটা,বালু উত্তোলন করে আসছে।বর্তমান ইউ,এন,ওর সাহসী পদক্ষেপে এসব অবৈধ ব্যবসা বন্ধ হচেছ।