মিশরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট হাফেজ ড.মুহাম্মদ মুরসিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে — মুফতি তাজুল ইসলাম
একুশে জার্নাল
জুন ১৯ ২০১৯, ২৩:২৫
একুশে জার্নাল ডেস্ক: গতকাল মন্ঘলবার খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডলেন্সের উদ্যোগে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিডলেন্ডস সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহাম সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগটনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার মিশরের একমাত্র নিবাচিত: প্রেসিডেন্ট মুরসি কে পরিকল্পিত ভাবে শহীদ করে দেয়া হয়েছে। তিনি এর তিব্রনিন্দা জালান এবং জাতিসংঘের অধিনে এর বিচার দাবি করেন।
স্হানীয় আস্টনস্ত দারুসসুন্নাহর হলরুমে আয়োজিত সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন সৈয়দ কবির আহমদ, ইন্জিনিয়া শাহিদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, নোমান বিন সাইফ, হাজী আইয়ুব মিয়া, হাজী হান্নান উল্লাহ, হাজী মুসলিম খান, হাজী হারুন মিয়া মুহাম্মদ সায়েদ আলী, হাফেজ মহাম্মদ হাসান। প্রমুখ। পরে তাঁর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।