নিউজিল্যান্ডের জাতীয় পত্রিকার হেডলাইন কেবল ‘সালাম’ ‘শান্তি’

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২২ ২০১৯, ০৬:৫০

একুশে জার্নাল ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় শহীদদের সম্মানে আজ দেশটির জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে কেবল ‘সালাম, শান্তি’। আর বাকি জায়গাগুলো খালি রাখা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে এক নারকীয় জঙ্গি হামলায় ৫০ জন মুসল্লি শহীদ হন। তাদের স্মরণে ও মুসলমান সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে দেশটির দৈনিকগুলো এমন উদ্যোগ নিয়েছে।

দেশটির জাতীয় দৈনিক দ্য প্রেসের প্রথম পাতায় বড় অক্ষরে আরবিতে সালাম লেখা রয়েছে। এর নিচেই লেখা ইংরেজিতে সালাম, শান্তি।

এর পরে নিচে লেখা, রাত ১:৩২, ক্রাইস্টচার্চে এলোপাতাড়ি গুলিতে নিহতদের জন্য আমরা দুই মিনিট নিরবতা পালন করেছি। এরপর এক এক করে নিহতদের নামগুলো উল্লেখ করা হয়েছে।
তাছাড়া আজকে জুমার নামাজের আযান নিউজিল্যান্ডের সরকারি বেসরকারি সব রেডিও টেলিভিশনে সম্প্রচার করা হয়।