বাংলাদেশ খেলাফত মজলিস ফ্রান্স শাখা গঠন
একুশে জার্নাল
মে ০১ ২০১৮, ১৭:১৮
একুশে জার্নাল ফ্রান্স: বাংলাদেশ খেলাফত মজলিস ফ্রান্স শাখা গঠন উপলক্ষে এক সভা ১ লা মে মঙ্গলবার বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন গোলাম কিবরিয়া।সভায় প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ।সভায় উপস্থিত নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম কে সভাপতি ও মুহাম্মদ মঈন উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস ফ্রান্স শাখা গঠন করা।শাখার নবনির্বাচিত দায়িত্বশীল বৃন্দ হলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক,বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জামিল খান,প্রচার সম্পাদক নুর হোসাইন,সমাজ কল্যাণ সম্পাদক গোলাম কিবরিয়া,সদস্য হাফিজ আমির উদ্দিন,মুহাম্মদ সানাওয়ার,মুহাম্মদ আজাদ মিয়া,কয়ছর আহমদ,শাহিনুল ইসলাম,ছালেহ আহমদ,আব্দুল বারেক খলিফা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়েজ আহমদ,বলেছেন আল্লাহর জমিনের আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে।বাংলাদেশ খেলাফত মজলিস সেই প্রচেষ্টা কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।