৬ দিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দিন মুনির

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৪ ২০২১, ০১:৫০

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন। গত সোমবার মাওলানা নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগ এনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এস এম হ‌ুমায়ূন কবীর জানান, হাটহাজারী থানা-পুলিশ কারাগারে থাকা মাওলানা নাসির উদ্দিন মুনিরকে একটি মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার এবং আরও দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২১ জুন বিকেলে মাওলানা নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।