৪০ জনের বিয়ে করিয়ে প্রয়োজনীয় আসবাব ও অর্থ দিল আলেমগণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৮ ২০২১, ০০:৫০

করোনা ভাইরাস ঠেকানোর লকডাউনের কারণে এই সংকটময় মুহূর্তে পারিবারিক, আর্থিক এবং বিভিন্ন সমস্যার কারণে যাদের বিয়ে হচ্ছিল না, এমন ৪০ জনের শুভ বিবাহ সম্পন্ন করিয়ে দিলেন মুফতি তাজুল ইসলাম কাসেমী।

সাথে সাথে ২০ জোড়া নব-বিবাহিত দম্পত্তির বিছানা-পত্র, একটি করে সেলাই মেশিন ও প্রয়োজন মাফিক আসবাবপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এমন সুন্দর সু-চিন্তা ও সমাজ পরিবর্তনে অবদান রাখার জন্য উপস্থিত সবাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। তারা বলেন, আপনাদের মত ওলামায়ে কেরামগণকে নিয়ে সত্যিই আমরা গর্বিত। আল্লাহ তা’য়ালা আপনাদের নেক হায়াত বাড়িয়ে দিক।

মহৎ এই কার্যক্রমটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইসলাহুল মুসলিমীন পরিষ বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ।