২০০১, ‘১৩, ‘২১: বাংলাদেশে ইসলাম পাতায় পাতায় সৌদিতে থাকে শেকড়ে

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩০ ২০২১, ২৩:৩১

বাংলাদেশ আর সৌদির মধ্যে একটা পার্থক্যের কথা আমি প্রায়ই বলি৷

বাংলাদেশে ইসলামের নামে যত কার্যক্রম, মহড়া, প্রদর্শনী হয়, তার সিকিভাগও সৌদিতে হতে দেখি না৷ সেখানে ইসলামি রাজনীতি নাই, ইসলামি বইমেলা নাই, কওমি মাদ্রাসা নাই৷ আরও অনেক কিছুই নাই৷ কিন্তু সৌদিতে ইসলাম যতটুকু আছে সেটার সাথে বাংলাদেশের ইসলামের বলতে গেলে তুলনাই চলে না৷

সৌদির ইসলাম গোড়াতে, বাংলাদেশের ইসলাম আগায়৷ সৌদিতে এখনও পলিসি ম্যাকিং করে ইসলাম৷ সেখানে ইসলাম বিরোধী অনেক কিছুই হয়৷ সিনেমা হল হয়, কনসার্ট হয়৷ কিন্তু এগুলো করতে বহু ব্যাখ্যা, তাবিল ও কসরত করতে হয়৷ মূলধারা সেটাকে কখনোই এ্যাপ্রিশিয়েট করে না৷

বিপরীতে বাংলাদেশে পলিসি ম্যাকিং করে নাস্তিক ও সেকুলাররা৷ এখানে ইসলামহীনতাই মূলধারা৷ ইসলাম বিরোধী কাজ বাই ডিফল্ট হতে থাকে৷ মিডিয়া চাইলেই ইসলামের পক্ষে লিখতে পারে না৷ কোন ধনকুবের চাইলেই ইসলামী কাজে স্পন্সর হতে পারে না৷ কোন মন্ত্রী এমপি চাইলেই ইসলামের পক্ষে কথা বলতে পারে না৷ ইসলামের পক্ষে কিছু করতে গেলেই জঙ-ই, জামায়াত, শিবির, মৌলবাদীসহ নানান ট্যাগ ও গালিতে ভূষিত হয়৷

কিন্তু ইসলামী কাজ করতে বহু কসরত করতে হয়৷ এখানে ইসলাম যেন সবসময়ই টিকে থাকার সংগ্রাম করতে থাকে৷ ভুগতে থাকে অস্তিত্ব সংকটে৷

সৌদির ইসলাম শেকড়ে থাকায় সেখানে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ করতে হয় না৷ ডালপালায় কনসার্ট, ইহুদি বন্ধুতার মত আগাছা জন্মাতে পারে কেবল৷

অপরদিকে বাংলাদেশে ইসলাম থাকে পাতায় পাতায়৷ এজন্য যখনই পাতা বেশি হয়ে যায় কিংবা সম্ভাবনা তৈরি হয় তখনই ২০০১, ২০১৩, ২০২১ নেমে এসে বিরাট ঝাঁকুনি দেয়৷ এবং ইসলাম নামক পাতা ঝরিয়ে কাটছাঁট করে ফেলে৷ ডালপালা কেটে ফেলে৷

বাংলাদেশে আমরা যারা ইসলামের জন্য কাজ করতে চাই, তাদের বেশিরভাগই অবুঝ৷ আমরা গোড়ায় হাত দিতে পারি না৷ পলিসি ম্যাকিং বুঝি না৷ একেকটা ইসলামবিরোধী কাজ হয় আর আমরা একটা করে মিছিল দিয়ে কিংবা ইস্যুর ঝড় তুলে হারিয়ে যাই৷ এভাবেই চলে আসছে যুগের পর যুগ৷

এদেশে ইসলাম বিরোধিতার উৎসমুখ বন্ধ করতে আমাদের কোন কর্মসূচি নাই৷