হেফাজতে ইসলাম নেতা মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকী গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৩ ২০২১, ১৭:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ বিক্ষোভ করে হেফাজতে ইসলামের স্থানীয় নেতাকর্মী। এসব ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয় ১২ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী ও সাধারণ মুসল্লি। তারপর হেফাজতে ইসলামের অজ্ঞাত নামা নেতাকর্মীদের বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।