হেফাজতে ইসলাম নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২৬ ২০২১, ১৬:১৪

বরিশালের চরমোনাই অনুষ্ঠিত ফাল্গুনের তিনদিন ব্যাপী মাহফিলে ওলামা মাসায়েখ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে ঢাকা তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান সাহেবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

আজ শুক্রবার মাওলানা জাকারিয়া নোমান ফয়জী তার ফেসবুক আউডিতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিরোনামে একটি প্রতিবাদি পোস্ট করেন। পোসস্টি হেফাজতের অফিসিয়াল পেইজেও প্রকাশিত হয়েছে। নিম্নে পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

পীর সাহেব চরমোনাই দা.বা. ও নায়েবে আমীর দা.বা. দু’জনই বললেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক ইমানী আন্দোলন আর ইসলামী আন্দোলন হচ্ছে রাজনৈতিক সংগঠন। হেফাজতের সঙ্গে চরমোনাইর কোন বিরোধ নেই। আর দলান্ধ একজন দাঁড়িয়ে বললো, কোন আন্দোলন নেই, সব শেষ। একমাত্র পীর সাহেব চরমোনাইর ইসলামী আন্দোলনই আছে।
আল্লামা আহমদ শফি রহ. এর মৃত্যুর পরে হেফাজতও শেষ।
বাংলাদেশের অন্যতম বড় মাহফিলে দাঁড়িয়ে এমন নির্জলা মিথ্যাচার করে পুরো মাহফিলকে প্রশ্নবিদ্ধ করেছে তিনি।
যারা পীর সাহেব থেকে সবক গ্রহন করতে পারেনা তাদের বয়কট করা দরকার।
মাওলানা মুজিবুর রহমান সাবের এমন নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাকে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

জাকারিয়া নোমান ফয়জী
প্রচার সম্পাদক: হেফাজতে ইসলাম বাংলাদেশ।