হেফাজতে ইসলামকে ‘জঙ্গি সংগঠন’ বানাতে যুক্তরাষ্ট্রে নালিশ!

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৯ ২০২১, ২২:৫৮

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশের একটি অরাজনৈতিক, ধর্মীয় চেতনা সংরক্ষণমূলক সংগঠন, “হেফাজতে ইসলাম”কে ‘জঙ্গি সংগঠন’ঘোষণার দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশে ছয় সংগঠন।

সংগঠনগুলো হলো- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ইউএসএ কমিটি ফর সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেনস যুক্তরাষ্ট্র।

তবে এ নিয়ে চলছে দেশবিদেশ সমালোচনা ও ক্ষোভের ঝড়। এমন অবান্তর নালিশের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করেছেন দেশ-বিদেশের দেশপ্রেমিক সচেতন মানুষ।
তারা মনে করেন, বিদেশের মাঠিতে বসে ‘মুক্তিযুদ্ধ চেতনার’নামে কিছু জন-বান্ধবহীন সংগঠন বাংলাদেশকে একটি’জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাস্তবতা হচ্ছে, হেফাজতে ইসলাম কখনোই রাজপথে অস্ত্র নিয়ে মহড়া দেবার প্রমান নেই! এরকম রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে অন্য দেশে নিজের দেশের বিরুদ্ধে অবান্তর নালিশ করা দেশদ্রোহিতারই শামিল। বিশিষ্টজনেরা মনে করেন, রাজনৈতিকভাবে হেফাজতে ইসলামের সাথে মোকাবেলা করতে না পেরে কিছু সংগঠন মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এতে ক্ষতি হবে বাংলাদেশেরই।