হুসাইন আল আমিনের কবিতা ‘ভাষা’

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ২১ ২০২১, ২০:৩৭

ভাষা

হুসাইন আল আমিন

বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।

ভুলবো না কভু ভুলবো না তব
অবদান চির সুমহান, নব-
উদ্যমে মোর জীবন মরণ
আজীবন পাশে থাকো
বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।

ভাষা তুমি মোর কাব্য রতন
ভাষা তুমি মোর মনের কথন
ভাষা তুমি মোর দুঃখে সুখে
অশ্রু ঝরাও হাসো
বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।

বায়ান্ন সালের একুশের দিন
সালাম রফিক শফিকের ঋণ
শোধবে না কভু ভুলবো না মোরা
চিরমর করে রাখো
বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।

অব-ক্ষেপণে অব-কীর্ণ তুমি
ছিলে অসহায় জুড়িয়ে ভূমি
রক্ত বদলে দিয়েছে তোমায়
চিরসম্মান সাজ‌ও
বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।

শহীদের খুন বয়েছে দিগুণ
কুড়াতে তোমায় করেছে অরুণ
রাস্তা ঘাট আর বাংলার মাঠ
সবুজ শ্যামল গাছ‌ও
বাংলা তুমি হৃদয় জুড়ে আজ‌ও
করো সদা সকল স্থানে রাজ‌ও।