হাসপাতালের বেড হার মানলো মুন্নার কাছে!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৮ ২০১৮, ০৭:২০

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়ে, দেখা হবেই হবে বিজয়ের। অসুস্থ শরীর আর ক্লিনিকের বেড পরীক্ষার সময় থামাতে পারেনি মুন্নাকে। লক্ষ্য আর অটুট বিশ্বাস তাজমুল হাসান (মুন্নাকে) নিয়ে গেছে তার স্বপ্নের চুড়ান্ত সীমানায়। ২০১৮ সালে এমসি কলেজ থেকে HSC তে A+ পেয়েছে। মুন্না গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের সোনাপুর গ্রামের ফারুক আহমদের ছেলে। সে ২০১০ সালে কয়েছ আহমদ একাডেমী হতে PSC তে A+ ২০১৩ সালে রসময় মেমোরিয়াল হাই স্কুল হতে JSC তে GPA 5 ২০১৬ সালে একই স্কুল থেকে SSC তে GPA 5 পেয়েছিল।HSC পরিক্ষার সময় মুন্না অসুস্থতার কারণে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। অসুস্থ শরীর নিয়ে মেডিকেলের বেডে শুয়ে শুয়ে পড়তে বসতো মুন্না, হাসপাতালের বেড ছেড়ে যেতে হতো পরিক্ষার হলে, অসুস্থতাজনিত রোগে ভুগলেও মুন্নার দু’চোখে ছিলো মা বাবার স্বপ্ন পুরনের আকাশ ছোয়া লক্ষ্য। তাই এবারের HSC পরিক্ষায় এমসি কলেজ থেকে A+ পেয়ে গড়েছে এক অভাবনীয় সাফল্য। মুন্না ভাল একজন ডাক্তার হতে ইচ্ছুক,বর্তমানে রেটিনায় মেডিকেল ভর্তি কোচিং করছে। তার সাফল্যের জন্য মা-বাবা ও সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া প্রার্থী।