হাইআ কর্তৃক পরীক্ষা বাতিল সঠিক ও সাহসী সিদ্ধান্ত: ছাত্রদের পড়ায় মনোনিবেশের আহ্বান -মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০১৯, ২০:০০

 

আল-হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া তথা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘র সহ-সভাপতি, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া ‘র মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ৷ ‘প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত’ বিষয়ে একুশে জার্নাল তাঁর মুখোমুখি হয় ৷ এতে উঠে আসে প্রশ্নপত্র ফাঁসের পেছনের নানা কথা ৷ সাক্ষাৎকারটি নেন একুশে জার্নালের সোশ্যাল মিডিয়া সম্পাদক ও নিউজ এডিটর ইলিয়াস সারোয়ার ৷

একুশে জার্নাল: আল-হাইআতুল উলইয়ার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গতকাল থেকে খবর প্রকাশিত হয়েছে ৷ কিন্তু কওমী মাদরাসার ইতিহাসে এমনটি কখনও ঘটতে দেখা যায়নি ৷ তো এ বছর এমনটি কেন ঘটলো বলে আপনি মনে করেন?

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: কওমী মাদরাসার ইতিহাস সততা ও আদর্শের ইতিহাস ৷ ইনসাফ ও খোদাভীতির ইতিহাস ৷ কওমীতে তাই এ ধরণের ঘটনা আগে কখনও ঘটতে দেখা যায়নি ৷ কিন্তু এ বছর এমনটি ঘটার পেছনে সুদূর প্রসারি ষড়যন্ত্র আছে আছে বলে আমি মনে করি ৷

এটা খুূবই দুঃখজনক ঘটনা ৷ এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ৷ আমার বিশ্বাস, কওমী মাদরাসার শত বছরের ঐতিহ্যকে ভূলুন্ঠিত করার জন্য একটি কুচক্রিমহল এ কাজ করেছে৷ জাতির কাছে কওমী শিক্ষার ব্যাপক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে৷ কেবল পরীক্ষায় পাশ করার জন্য এ ঘটনা ঘটানো হয়নি৷

একুশে জার্নাল: হাইআতুল উলইয়া কমিটির অন্যান্য আলেমগণ এই বিষয়ে কী ভাবছেন?

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: হাইআতুল উলইয়ার আজকের জরুরি মিটিং-এ এই বিষয়ে আলোচনা হয়েছে ৷ প্রায় সব উলামায়ে কেরাম একই রকম চিন্তা পেশ করেছেন ৷ যেমনটি আমি উপরে পেশ করেছি ৷

একুশে জার্নাল: আজকের জরুরি মিটিং-এ কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? যদি আমাদের জানাতেন…

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: ১৷ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ ৫ সদস্যের৷ আহ্বায়ক হলেন মুফতী রুহুল আমিন ৷ বাকি সদস্যগণ হলেন- মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোহাম্মদ আলী ও আমি ৷

২৷ সাত সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠিত হয়েছে৷ পরীক্ষা চলাকালীন তারা সার্বক্ষণিক মনিটরিং করবেন ৷

৩৷ ২৩ এপ্রিল ২০১৯ থেকে পরীক্ষা শুরু হয়ে ৩ মে ২০১৯ শেষ হবে ৷

একুশে জার্নাল: হাইআতুল উলয়ার এই সিদ্ধান্ত আপনি কীভাবে দেখছেন?

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: নিশ্চয়ই এটি একটি সঠিক সিদ্ধান্ত ও সাহসী সিদ্ধান্ত ৷ এই সিদ্ধান্তের ফলে আবারও প্রমাণিত হলো যে, কওমী মাদরাসার উলামায়ে কেরাম অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না ৷ পরীক্ষা বাতিল ও তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে এটা তো এখন সুস্পষ্ট যে, কওমী উলামায়ে কেরাম অনিয়মকে কখনও প্রশ্রয় দেন না ৷ কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত ও সাধুবাদ জানাই ৷

একুশে জার্নাল: পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন…

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: ছাত্র ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে৷ কারও দ্বারা প্রভাবিত হবে না৷ দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নিবে৷ অশান্ত ও বিক্ষিপ্ত না হওয়া ৷ পুর্বের ন্যায় পরীক্ষার প্রস্তুতি নেয়া এবং লেখাপড়ায় মনোনিবেশ করা৷ কারও প্ররোচনায় পড়ে এমন কোন কাজ না করা যার ফলে কওমী ঐতিহ্য বিনষ্ট হয়৷ স্বার্থান্বেষী মহল এতে হাওয়া দিয়ে পরিবেশ দূষিত করার চেষ্টা করবে৷ সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে৷

একুশে জার্নাল: আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ জাযাকুমুল্লাহ ৷

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া: আপনাকেসহ একুশে জার্নাল টিমকে ধন্যবাদ ৷ জাযাকুমুল্লাহ ৷