হবিগঞ্জের বাহুবলে আঞ্চলিক সড়কে ভাড়া বৃদ্বি, যথারীতি প্রশাসনের হস্তক্ষেপে সমাধান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৩ ২০১৮, ১৪:০৯

শাহ মোঃ দুলাল আহমেদ: গত চার পাচ দিন যাবত বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের,পুটিজুরি বাজার স্ট্যান্ড থেকে
স্নানঘাট যাতায়াতের সিএনজি ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি করে শ্রমিকরা,
কোন নিয়মতান্ত্রিক আলোচনা ছাড়াই।
এ নিয়ে শতশত যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

প্রায় চার পাচ দিন যাবত উল্ল্যেখিত রোডে সকল ধরনের যাত্রী বহনকারি যানবাহন বন্ধ করে দেয় সিএনজি শ্রমিকেরা।

শৃঙ্খলা ভঙ্গ, নিয়ম নীতি অবনতির বিষয় টি নজরে আসে বাহুবল উপজেলার মানবতার মূকুটধারী, বাহুবল উপজেলার সুনামধন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জসিম উদ্দিন স্যার মহোদয়ের।

আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় গতকাল রোজ শুক্রবার সকালে স্নানঘাট বাজারে বসে বিষয় সমাধান আনেন।

সকল বিষয় পর্যালোচনায় যৌক্তিকভাবে আপাতত ভাড়া ১০ টাকা রাখার সিদ্ধান্ত দেন নির্বাহী অফিসার সাহেব ।

জসিম উদ্দিন বলেন, ভাড়া বৃদ্বি জন্য
পরবর্তীতে সিএনজি শ্রমিকদের কোন আবেদন থাকলে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে আলোচনার নির্দেশনা দেওয়া হয়। আলোচনায় উপস্থিত ছিলেন স্নানঘাট ও পুটিজুরী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান , সংশ্লিষ্ট পক্ষ, বাহুবল থানা পুলিশ ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তিনি আরোও বলেন,
সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহুবল উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।