সৌদি যুবরাজের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা দায়ের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৩ ২০২১, ১৩:২০

সাংবাদিক জামাল খাশগজি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির একটি আদালতে মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ।

এছাড়া সৌদি আরবের কারাগারে বন্দী ৩৪ জন সাংবাদিককে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সোমবার জার্মানির কালসরুহের অন্যতম শীর্ষ কেন্দ্রীয় আদালতে মামলাটি করেছে আরএসএফ। খাশগজিকে গুপ্ত হত্যা এবং অন্য সাংবাদিকদের গ্রেপ্তারের পেছনে তার ভূমিকা রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে যুবরাজ সালমানের বিরুদ্ধে।

খাশগজিকে হত্যার ঘটনায় যুবরাজ সালমানসহ সৌদি আরবের আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে আরএসএফ।

খাশগজিকে হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমান জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের চারদিন পরই এই মামলা হলো।

জার্মানিতে আরএসএফ এর পরিচালক ক্রিশ্চিয়ান মির এক বিবৃতিতে বলেছেন, ‘এটাই হবে জার্মানিতে সৌদি আরবের কারো বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের প্রথম ঘটনা। আমরা পাবলিক প্রসিকিউটর জেনারেলকে পরিস্থিতি বিশ্লেষণ, আগের সব তদন্তের নথিপত্র খতিয়ে দেখা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছি।’

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খুন হন সাংবাদিক জামাল খাশগজি। তার লাশ গুম করা হয়। সূত্র: ডয়েচে ভেলে।