সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ১,২০০ পিস ইয়াবাসহ আটক ২

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৩ ২০২০, ১৪:০৯

মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ১,২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ।

বুধবার(২১ অক্টোবর ২০) উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় ১৫ মিনিট দিকে বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে একহাজার ১,২০০

(একহাজার দুইশত)পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

আটককৃত আসামীদের বাড়ি,কক্সবাজার জেলার, পেকুয়া উপজেলার, রাজাখালী, টেক ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা পিতা-মোঃ জহির উদ্দিন, মাতা-মালেকা বেগম পুএ মোঃ রফিকুল ইসলাম(১৮), অপর আরেক আসামী বাড়ি, চট্রগ্রাম জেলার,১৮নং ওয়ার্ড,সাং-পূর্ব বাকলিয়ার বাসিন্দা পিতা-মোঃ ইউনুছ মিয়া,মাতা-রশীদা খাতুন এর পুএ মোঃ আইয়ুব(১৯)বলে জানা যায়।

এই বিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার এসআই মোঃ সাইফুল আলম জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালাই, এসময় উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে একহাজার দুইশত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করি।

এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।