সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো ও ট্রাক টার্মিনাল কেন্দ্রিক অসহনীয় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৯ ২০২২, ১৩:৪৯

মামুনুর রশিদ মাহিন-সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা গাড়ি পার্কিংয়ে কন্টেইনার ডিপোর ট্রাক দাড়িয়ে থাকার কারনে প্রতিদিনই মহাসড়কে কোন না কোন অংশে অসহনীয় যানজট লেগে থাকে।এই অবস্থায় যানজট নিরসন ও প্রতিকার চেয়ে মহাসড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা এবং ভুক্তভোগী নানা শ্রেণি পেশার মানুষেরা।

স্থানীয়রা জানান, উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিরা,জোড়াআমতল,পাক্কা মসজিদ,বার আউলিয়া,কাসেম জুট মিলস বিএম ডিপো,ভাটিয়ারীর টোব্যাকো গেইট এলাকায় বেশ কয়েকটি কন্টেইনার ডিপো রয়েছে।মহাসড়কের দুই পাশে প্রতিদিন শত শত কনটেইনার ডিপোর ট্রাকগুলো প্রবেশ পথ দিয়ে একের পর এক বের হতে থাকে। এর ফলে ব্যস্ততম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ও পণ্যবাহী শতশত গাড়ি। এ ছাড়া যানজটে পড়ে বহু চাকুরীজীবি, ব্যবসায়ী, পণ্যবাহী গাড়ি এবং প্রসূতি মায়েরা আটকে পড়ে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হচ্ছে। তবে এত সমস্যার মধ্যেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভে পুষছেন এলাকাবাসী।অপরদিকে,উপজেলার জোড়ামতলের ফকিরহাটস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন কেডিএস কন্টেইনার ডিপো মহাসড়ক দখল করে শতাধিক গাড়ি রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার ২৮ জুন,সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে এক ঘণ্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানারে সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ অংশ নেন।এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ.ম.ম দিলসাদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো: আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান,আওয়ামী লীগ নেতা খায়রুল আজম জসিম,মো. ইউসুফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা ও বার আউলিয়া হাইওয়ে থানাসহ যানজট নিরসনে ৬টি প্রস্তাব সম্বলিত স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।