সিলেট-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণা: ৩০ সেপ্টেম্বর গণ-জমায়েত সফল করার লক্ষ্যে জরুরি সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৯:৪৮

সিলেট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর নির্বাচনী গণ-জমায়েত সফল করার লক্ষ্যে একটি জরুরি সভার আয়োজন করা হয়েছে।

​গত সোমবার রাত ৮টায় খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় হাজীপুরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার ছাত্র কল্যাণ সম্পাদক ও ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফিজ রায়হান আহমদ।

​সভায় আসন্ন ৩০ সেপ্টেম্বরের গণ-জমায়েতে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিশেষ দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রচারণায় নতুন গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ কাপ্তান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন ও মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিক আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবের আহমদ, নির্বাহী সদস্য আব্দুল হক ও মৌলভী আলমাস আহমদ। এছাড়াও ৩নং ওয়ার্ড পরিচালক হাফিজ আব্দুল মতিন, ছাত্র মজলিসের সভাপতি কে,এম ইসলাম, এবং দায়িত্বশীল মুহাম্মদ মুতাহির আলী, তাহমিদ হাসান ও মাহিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

​সভায় অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় একজন প্রার্থীর সততা ও দক্ষতা সবচেয়ে জরুরি। একজন সৎ ব্যক্তি দুর্নীতি থেকে দূরে থেকে জনগণের স্বার্থকে প্রাধান্য দেন এবং একজন দক্ষ ব্যক্তি দেশের সমস্যাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত সমাধান দিতে পারেন। তারা আরও বলেন, “জাতীয় সংসদে এমন সৎ ও দক্ষ মানুষদের পাঠানো প্রয়োজন, যারা স্বচ্ছতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করবেন। মুহাম্মদ মুনতাসীর আলী সেই যোগ্যতাই ধারণ করেন।”