সিলেট বিভাগের মেধাবী ৭ নবীন উলামাকে সংবর্ধনা ও পুরুস্কার প্রদান

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৯ ২০১৮, ২৩:৪৩

  • একুশে জার্নাল সিলেট: শায়খ আব্দুল কাইয়্যুম রাহঃ এডুকেশন এইড,ইউকে এর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের কাওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসের বোর্ড আল-হাইয়্যাতুল উলইয়া লিল ক্বাওমিয়া এর কেন্দ্রিয় পরীক্ষা ২০১৮ তে শীর্ষস্থান অধিকারী সিলেট বিভাগের ৭ নবীন উলামাকে সংর্ধনা,সনদ পত্র ও নগদ অর্থ পুরুস্কার প্রদান করা হয় |
    গতকাল শায়খ আব্দুল কাইয়্যুম রাহঃ এডুকেশন এইড ইউকের উদ্যোগে জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ.সিলেট এর হল রুমে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন দরগাহ মাদ্রাসার মহাপরিচালক শায়খ মুফতি আবুল কালাম জাকারিয়া হাফিজাহুল্লাহ| অনুষ্টানে বক্তব্য রাখেন দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (দামাত বারাকাতুহু ), নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী (দামাত বারাকাতুহু ), জামেয়া বহরগ্রাম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাওলানা এনামুল হক হাফিজাহুল্লাহ সহ প্রমুখ. উলামায়ে কেরাম| বক্তারা উক্ত অনুষ্টানের মহত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন,এরকম অনুষ্টান নিঃসন্দেহে প্রসংশার দাবিদার, এতে একদিকে যেমন দ্বীনি খিদমাত হচ্ছে পাশাপাশি তালিবে ইলিমদের মধ্যে ভালো রেজাল্ট করার উৎসাহ ও উদ্দিপনা তৈরী করবে|বক্তারা আরও বলেন যে, এটি একটি ব্যাতিক্রমধর্মী উদ্যেগ, কেননা অনেক সাহায্য সংস্থা ও সংগঠন কৃতি ছাত্র সংবর্ধনা দিয়ে থাকে যা কেবল স্কুল কলেজ কেন্দ্রিক হয়। কিন্তু ‘শায়েখ আব্দুল কাইয়ুম রাহ. এডুকেশন এইড স্কুল কলেজের পাশাপাশি ক্বওমী মাদ্রাসায় ও প্রায় সারা বছর বিভিন্ন ভাবে ছাত্রদের মাযে বস্র,শিক্ষা সামগ্রী বিতরন, মেধা বিকাশের জন্য বেতিক্রম ধর্মী প্রতিযোগিতা,শিক্ষক ট্রেনিং সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা খাতে এক অনন্য অবদান রেখে আসছে| এই জন্য সংস্থার দায়িত্বশীলদের দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন|
    পরিশেষে ‘শায়খ আব্দুল কাইয়ুম রাহ. এডুকেশন এইড এর সর্বাঙ্গীন সাফলতা ও সংবর্ধিত নবীন উলামাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মরহুম শায়েখ আব্দুল কাইয়ুম রাহ. এর আত্নার মাগফেরাত কামনা করে সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়|