সিলেটে দুই মাসব্যাপী ‘ইসলামী অর্থনীতি কোর্স’র উদ্বোধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২১ ২০২২, ২১:২৬

জাহাঙ্গীর রায়হান: সিলেটে শুরু হয়েছে আইএফএ কনসালটেন্সি লিমিটেড ও মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন সিলেট-এর যৌথ আয়োজনে দুই মাসব্যাপী “ইসলামী অর্থনীতি কোর্স ২০২২”

২১ জানুয়ারী (শুক্রবার) সকালে সিলেটের কাজিটুলাস্থ মহল্লে আবদুল্লাহ এলাকায় অবস্থিত মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসায় কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ক্লাসে স্বাগত বক্তব্য রাখেন মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন সিলেটের প্রধান মুফতী ও মুহতামিম মুফতি রশিদ আহমদ।

উদ্বোধনী ক্লাসে ইসলামি অর্থনীতির গুরুত্ব, প্রয়োজনীয়তা ও রিবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আইএফএ কনসালটেন্সির সিনিয়র ট্রেইনার মুফতি উবাইদুর রহমান হাম্মাদ (সিএসএএ)।

কোর্সে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দরগাহ মাদরাসাসহ শহরের বিভিন্ন মাদরাসা থেকে মেধাবী ছাত্ররা এতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইএফএ কনসালটেন্সি লিমিটেড ও মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন সিলেট-এর যৌথ আয়োজনে দুই মাসব্যাপী “ইসলামী অর্থনীতি কোর্স ২০২২” চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।