সিলেটে উলামা পরিষদের মহাসমাবেশ; কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৮ ২০২৩, ০৯:৫৫

ইসলামের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে অস্বীকারকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী ‘কাদিয়ানী সম্প্রদায়কে’ রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন সিলেটের সর্বস্থরের মুসল্লি ও আলেম সমাজ।

শনিবার (২৭ মে) সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশ এর ডাকে বিভাগীয় খতমে নবুওয়ত মহাসমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা শায়খ জিয়া উদ্দিন, আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী ও আল্লামা রশিদুর রহমান ফারুক শায়খে বরুণা।

মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ সগীর, মাওলানা রশিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন-শায়খুল হাদিস নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খ আব্দুল বছির সুনামগঞ্জী, শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মাওলানা মজদুদ্দিন আহমদ, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আবুল খয়ের বিথঙ্গলী, মাওলানা এনামুল হকক জুনাইদ ইবনে গাছবাড়ী, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, ফুলতলী রহ. এর দৌহিত্র মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই সমাবেশের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মুহসিন আহমদ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সংগঠনের সহসভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আহমদ কবির, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা জিলাল আহমদ প্রমুখ