সিলেটের ডৌবাড়ি ইউপিতে ভোট কারচুপির অভিযোগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২৮ ২০২১, ২২:২৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথমিক ফলাফলে মাত্র ২টি ভোটকেন্দ্রে অস্বাভাবিক ভোটে পাস করা ‘ঘোড়া’ প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি ‘চশমা’ প্রতীক ৪টি ভোটকেন্দ্রে পাস করেও দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৩টি ভোটকেন্দ্রে পাস করে ‘নৌকা’ প্রতীক আছে তৃতীয় স্থানে।

জানা যায়, ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টি ভোটকেন্দ্রে ৩জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও দুটি সেন্টারে নুন্যতম প্রতিদ্বন্দ্বিতাও দেখা যায়নি। তাই দুটি সেন্টারের ভোট পুণরায় গণনার দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

অভিযুক্ত সেই কেন্দ্র দুটি হলো, নিহাইন ও সাতকূড়ি কান্দি। ‘নিহাইন’ কেন্দ্রে ঘোড়া ৯৮৬, চশমা ৭৩ ও নৌকা পেয়েছে ৮০ মাত্র ভোট এবং ‘সাতকূড়ি কান্দি’ কেন্দ্রে ঘোড়া ১০৭৮, চশমা ৭২, নৌকা পেয়েছে মাত্র ৪২ ভোট। যা সকল বিবেচনায়ই অস্বাভাবিক বলছেন তারা।

একুশে জার্নাল পাঠকদের জন্য ৯টি ভোটকেন্দ্রের ফলাফল নিম্নে তুলে ধরা হলো:
★ডৌবাড়ি★
ঘোড়া : ৪৩০
চশমা : ৪৮৭
নৌকা : ৬৯১

★ঘোষগ্রাম★
ঘোড়া : ৪৮০
চশমা : ৫৪৫
নৌকা : ১৫০

★নিহাইন★
ঘোড়া : ৯৮৬
চশমা : ৭৩
নৌকা : ৮০

★লংপুর★
ঘোড়া : ৩৮২
চশমা : ৪৩৭
নৌকা : ১৮৫

★যাত্রাবা★
ঘোড়া : ২১৫
চশমা : ৭৬৫
নৌকা : ২৬৮

★আট গ্রাম★
ঘোড়া : ৩৮২
চশমা : ৬৩৮
নৌকা : ২০২

★লামাদুমকা★
ঘোড়া : ২১৪
চশমা : ২৭৭
নৌকা : ১০৪৬

★সাত কুড়ি কান্দি★
ঘোড়া : ১০৭৮
চশমা : ৭২
নৌকা : ৪২

★কামাঈদ★
ঘোড়া : ৪৫২
চশমা : ৪৯৭
নৌকা : ৫৭২

★ফলাফল★
ঘোড়া : ৪৫৭৯
চশমা : ৩৭৯১
নৌকা : ৩১৯১

৭৮৮ ভোটে ‘ঘোড়া’ বিজয়ী।