সিলেটের গোয়াইনঘাটে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২২, ১৯:৫৯

তানজিল হোসেন, গোয়াইনঘাট থেকে: সিলেটের গোয়াইনঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬১১ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হয়।

উপজেলা পরিষদ হলরুম ভেন্যুতে ৭টি ব্যুতে আগত শিক্ষার্থীরা করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেন। টিকাদান কেন্দ্রে শৃঙ্খলার কাজে সহযোগিতা করেন গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সোনারহাট উচ্চ বিদ্যালয় স্কাউট দলের ২৪ জন স্কাউট সদস্য। পাশাপাশি রেডক্রিসেন্ট-এর সদস্যরাও ভ্যাকসিন প্রদান কাজে সহযোগিতা করেন।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধ ভাবে ধৈর্য্য সহকারে শিক্ষার্থীরা ভ্যাকসিন নিচ্ছেন। এ সময় উপজেলা পরিষদ হলরুমের চতুর্দিক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো। শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সরাসরি তত্বাবধান করেন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর টিএইচও ডাঃ মোঃ রেহান উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট উমর আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব। টিকা কেন্দ্রে আইনশৃঙ্খলায় নিয়োজিত থানা পুলিশের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।