সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গতের মাঝে ‘মাওলানা মহিউদ্দিন (রাহ) ট্রাস্ট’-এর ত্রাণ বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৮ ২০২২, ০০:৪৯

সিলেটের ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম শতকরা ৯০℅ এর উপরে বন্যার পানিতে প্লাবিত। সাদিপুর, পশ্চিম পৈলনপুর, গোয়ালাবাজার ছাড়াও বাকী ইউনিয়নগুলোর অবস্থাও ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। বন্যার পানি দ্রুত গতিতে ঢুকলেও তা বের হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। এতে এই এলাকাগুলোর  জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।  রাস্তাঘাট, হাট-বাজারের কোথাও কোমর সমান পানি, কোথাও হাটু পানি এখনও দেখা যাচ্ছে

এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের ‘মাওলানা মহিউদ্দিন(রাহ) ট্রাস্ট’ নামক একটি সংস্থা।

সরেজমিনের দেখা গেছে উপজেলার সর্বোচ্চ প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে মাওলানা মহিউদ্দিন(রাহ) ট্রাস্ট’ নামক পারিবারিক এই সংস্থা

মাওলানা মহিউদ্দীন  রাহ. এর ছোট ছেলে,  ট্রাস্টের অন্যতম সদস্য ও  জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুদ্দীন মাজমুন একুশে জার্নাল‘কে  জানান,  দেশ ও প্রবাসে অবস্থানরত ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের আর্থিক অনুদানে বন্যা কবলিত প্রায় ৬ শতাধিকেরও বেশি পরিবারের নিকট এলাকার যুব সমাজ নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে শুকনা খাবার পৌঁছে দেয়া হয়। এবং বানভাসিদের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের শান্তনা দেওয়া ছাড়াও  তাওবা, ইস্তেগফার ও নামাজের মাধ্যমে আল্লাহর নিকট এ গজব থেকে মুক্তিলাভের জন্য দোআর আহ্বানও করা

স্থানীয় কলারাই বাজারের  ব্যবসায়ী মনির হোসনের মার্কেটে “ত্রাণ সামগ্রী ক্যাম্প’ গঠন করে রাতভর চলে প্যাকেটিং ইত্যাদির কাজ। এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় এলাকার যুবসমাজ। তারা স্বেচ্ছায় রাতভর ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে নৌকাযোগে প্রত্যন্ত অঞ্চলের আন্দারকোনা, পূর্ব মোবারকপুর, হলিমপুর, মুতিয়ারগাও, কলারাই, কালনিচর ,চাতলপার, সাদিপুর, ইশাগ্রাই, কোনাপাড়া, জাকিরপুর,ইসলামপুর,পশ্চিম গাও, জটুকোনা, গলমুকাপন উত্তরপাড়া, দক্ষিণপাড়া তহুরপুর, মশাদিয়ার ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে পৌঁছে দেন

ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, দেলওয়ার হোসেন, বুরহান আহমদ, মোলভী আহবাব, মাওলানা শামীম আহমদ, শাহিনুল হক, সাইফুদ্দীন মাজমুন, মোবাশ্বির আহমদ রাজু, মাহবুব আহমদ, মাওলনা খাব্বাব আহমদ, মাওলানা সালাহউদ্দিন, সাইদুর রহমান ঝুনু্, মৌলভি ইলিয়াস, মুজাক্কির আহমদ নাজু, .মুহাম্মদ মুজাম্মিল, আজমল হোসাইন, শাহ নেওয়াজ, সুমন আহমদ, হাফিজ মিছবাহ, ফারহান আহমদ, আবিদ আহমদ, জাকারিয়া মিরাজ, জুবায়ের, নাইম, ইবাদ, জমির হোসেন, আশরাফুল, কাজী নাসিম, হাসসান, হাফিজ রায়হান, ওয়াসিম, ইমরান,  শফিকুর রহমান, ফাহিম, তাহমিদ, ফরহান, মাওলানা আল-আমিন, ক্বারী খলিল, বিন ইয়ামিন প্রমুখ।

বন্যা পরবর্তী সময়েও বানভাসি মানুষের সাহায্যে মাঠে থাকার ঘোষণা দিয়ে ট্রাস্টের সদস্য মাওলানা সাইফুদ্দীন মাজমুন জানান, সমাজের বিত্তবান ও  কোন সংস্থা চাইলে স্বেচ্ছায় তাদের ত্রান সামগ্রী বানভাসিদের ঘরে পৌঁছে দিতেও তারা প্রস্তুত রয়েছেন

নতুন করে যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন তাদের উদ্দেশ্যে মাওলানা সাইফুদ্দীন বলেন, এই মুহুর্তে শুকনা খাবারের তেমন প্রয়োজন নেই। এখন  চাল, ডাল, তৈল, আলু, শিশুদের খাবার ও নগদ অর্থ প্রদান করাটাই উচিত।