সিয়ানাহ ট্রাস্টের মসজিদভিত্তিক সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৩ ২০২৫, ২৩:৩৬

সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদের তৃতীয় তলায় আজ (সিলেট, ১৩ সেপ্টেম্বর ২০২৫) শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো সিয়ানাহ ট্রাস্ট আয়োজিত মসজিদভিত্তিক সীরাত প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল রাউন্ড। সিলেট বিভাগের ৪১টি মসজিদের প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত মোট ১৬১ জন প্রতিযোগী এতে অংশ নেয়। এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শেষে দ্রুত ফলাফল প্রকাশ করা হয় এবং সমান নম্বর পাওয়া কয়েকজনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে জেবা ফারিহা, যিনি পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পান। দ্বিতীয় স্থান অধিকারী নাঈম মাহবুব আব্দুল্লাহকে প্রদান করা হয় ১৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী মুনতাহার আলনাজাত পান ১০ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারী শামস ওয়াসি পান ৫ হাজার টাকা।

অন্যদিকে খ গ্রুপে শেফায়াতুল ইসলাম প্রথম স্থান অর্জন করে ২০ হাজার টাকা পুরস্কার পান। দ্বিতীয় হন সিদ্দিকুর রহমান, যাকে প্রদান করা হয় ১৫ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ তালহা (১০ হাজার টাকা), চতুর্থ স্থান পান আব্দুল মজিদ খালেদ (৫ হাজার টাকা) এবং পঞ্চম স্থান অর্জন করেন একতিয়ান আহমদ ওহি, যাকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

এছাড়া ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র ও বিশেষ উপহার প্রদান করা হয়।

সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে শাহজালাল (রহ.)-এর মুহতামিম হযরত মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ি, দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ট্রাস্টের উপদেষ্টা মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি রশিদ আহমদ, দরগাহ মসজিদের অর্থসচিব মুফতি কয়েস আহমদসহ সিলেটের বিশিষ্ট আলেমরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সিয়ানাহ ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রাহমান। সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক মাওলানা আসাদ বিন সিরাজ ও হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী।

সাধারণ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সীরাত চর্চার আগ্রহ সৃষ্টিই ছিল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।