সাতক্ষীরায় মসজিদে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মুসল্লিদের বাড়ি লকডাউন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৭ ২০২০, ১৯:৩৩

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার প্রথম আক্রান্ত ব্যক্তির নামাজ আদায়কৃত মসজিদের সকল মুসল্লিদের লকডাউন নিশ্চিত করা হয়েছে।

গতকাল সাতক্ষীরায় জেলায় প্রথম করোনা সনাক্তকৃত মাহমুদুল হাসান সুমন রাজনগর সরদার বাড়ী জামে মসজিদে নামাজ আদায় কালে এবং অন্যান্য সময় বেশ কিছু লোকের সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়।

এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ওই সমস্ত ব্যক্তিদের বাসা লকডাউন করা হয়েছে।

এলক্ষে আজ ২৭ এপ্রিল-২০২০ সকালে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন এর রাজনগর গ্রামের চিহ্নিত এলাকাবাসীকে COVID-19 সংক্রমণ প্রতিরোধে সতর্ক হয়ে বাসায় থাকার জন্য এবং জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

এসময় পুলিশ তাদের বাড়িতে লাল পতাকা স্থাপন করেছে।