সমাজ গঠনে প্রত্যেক দায়িত্বশীলকে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে – প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০১৮, ১৫:৩১

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামী সমাজ বিপ্লবের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কাছে দাবী হলো প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তোলা। কর্তব্য পালনে নিজেকে ব্রতী করা। সুখে-দুঃখে, সুবিধা অসুবিধায় আন্দোলনের নির্দেশ পালন করতে থাকা। তিনি বলেন, মানুষের মাঝে আল্লাহ তা’আলা অফুরন্ত কর্মক্ষমতা এবং সৃজনশীলতা দান করেছেন এটাকে প্রত্যেক দায়িত্বশীল কাজে লাগাতে হবে। গতকাল ১৭ এপ্রিল মঙ্গলবার, রাত ৮.৩০ টায় লন্ডনস্থ আলহুদা ইসলামী একাডেমী মিলনায়তনে খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণ সভায় তিনি এ কথাগুলো বলেন।

শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির আলোচনায় প্রফেসর সালেহ আরো বলেন, লক্ষ অর্জনের পথে সময়ের দূরত্ব যতই হোক না কেন, বছরগুলো যতই দীর্ঘই হোক না কেন একজন দায়িত্বশীলদের উচিত হলো শপথের ওপর অটল থেকে আন্দোলনকে মনযিলে মাকসুদে নিয়ে যাওয়া। সমাজ সংশোধন ও গঠনে খেলাফত মজলিসের প্রত্যেক দায়িত্বশীলকে তিনি ময়দানে বলিষ্ঠ ভুমিকা পালনের আহবান জানান।

শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন যুক্তরাজ্য শাখার তারবিয়াহ সম্পাদক লন্ডন ফোর্ডস্কয়ার মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রাহমান তালুকদার। বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন লন্ডন মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুফায়েছ আহমদ বরকরতপুরী।

সমাপনী অধিবেশনে হেদায়তী বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল মালিক, হাফিজ আশরাফ চৌধুরী, মুফতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাওলানা মু. আনিসুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, বায়তুলমাল সম্পাদক মাওলানা শেইখ রুম্মান আহমেদ, মাওলানা আবুল কাশেম চোধুরী, হাফিজ মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা আশরাফুল মাওলানা, মাওলানা শাহজাহান,মাওলানা মো আমিরুল ইসলাম ,বুলবুল আহমেদ,হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা নাজমুল হক, হাফিজ মুহাম্মদ আলী প্রমূখ।