সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পেল আল মানাহিল ফাউন্ডেশন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৬ ২০২২, ০০:৫৫

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আল মানাহিল ফাউন্ডেশনকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

গত ৩১ মার্চ ২০২২ খ্রি. তারিখ বিকেল ৪:০০টার সময় আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন, কে.বি. আবদুস সত্তার মিলনায়তনে এ সম্মাননা পদক প্রদান করা হয়।

পদকটি প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র মহোদয় জনাব মো. রেজাউল করিম চৌধুরী সাহেব। আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন সাহেবের পক্ষে পদকটি গ্রহণ করেন আল মানাহিল ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি মাওলানা শরিফ উদ্দিন জমির উদ্দিন সাহেব ও আল মানাহিল হাসপাতালের ডিজিএম জনাব আবুল কালাম আজাদ সাহেব।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাধীনতা দিবস-২০২২ উপলক্ষ্যে গত ২৬ মার্চ বিশেষ কর্মসূচীর আয়োজন গ্রহণ করে। উক্ত কর্মসূচীর আওতায় সাংবাদিকতা, সমাজসেবা, মুক্তিযুদ্ধ, সঙ্গীত, ক্রিড়া ও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ৭জন বিশেষ ব্যক্তিকে মনোনীত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাধীনতা স্মরক সম্মাননা পদকে ভূষিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আল মানাহিলকে এ সম্মাননা পদক প্রদান করে।